About Us

About GOVT. SAYEED ALTAFUNNESA COLLEGE

০১/০৯/১৯৮৫ইং , তৎকালীন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আজির উদ্দীন আহম্মেদ ও উপজেলা চেয়ারম্যান জনাব শারফুল ইসলাম তালুকদার সাহেবদ্বয় ও এলাকাবাসী অত্র উপজেলার ধনকুড়াইল নিবাসী এলাকার শ্রেষ্ঠ দানবীর মরহুম আলহাজ্ব আজিজুল বারী তালুকদার সাহেবকে একটি কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দানের অনুরোধ করেন। তাদের অনুরোধের প্রেক্ষিতে অত্র এলাকার শিক্ষা প্রসারের উদ্দেশ্যে প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আজিজুল বারী তালুকদার সাহেব ১০ (দশ) বিঘা জমি কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে দান করেন। এলাকাবাসীর দাবী অনুযায়ী প্রতিষ্ঠাতা সাহেবের পিতা ‘ছাঈদ’ এবং মাতা ‘আলতাফুন্নেছা’ এর নামে কলেজটি “ছাঈদ আলতাফুন্নেছা কলেজ ” নামে নামকরণ করা হয়।